বিজয়া স্মরণে আজ জনে জনে জানায় নমস্কার
          মধুর মিলন থক সর্বক্ষণ বেঁচে থাক এ সংস্কার
          প্রণম্যপদে করোনা াবহে জানাতে পারিনা প্রণাম
           তাই মনখুলি নয় কোলকুলি ছোটরে দিই ইনাম  ।
          শাস্ত লমর্থে দিসর্জন অর্থে মনি ষড়রিপু বর্নন ।
          শাস্ত্রর বিচার বিসর্জন আবার প্রতীকের নিরঞ্জন ।
          বিজয়া আবার অর্থের  অনুসার বিশেষn সৃজন
         মৃন্ময়ীরে ভূলি চিন্ময়ীরেতুলি  বক্ষে তাই করি ধারণ
        
       তবু শক্তিতে আর ভ্তিতে হয়ে সবে বলীয়ান
        মানব জনম হয় মনোরম মিলনতে মহীয়ান ৷
        সবার উপরে মনের কোটরে বিজয়াতো কন্যাবিডায়
        নিত্যকার ছবি চিরন্তন সবই সব মাতাকেই ভাবায় ।
        চারদিন রেখে জলভরা চোখে উমাকে জানায়বিদায় ।
        কেলাসে যেতে অর্ণব পোতে জলেতে ভেসেযায়
         ছড়িয়ে প্রীতি গড়তে সম্প্রীটি মিলন মাধুরী চায় ।
        হৃদি দ্বার খুলি করি কোাুরি  আর সবে শ্রদ্ধা জাধহ ।
         এম্নিতো প্রথা চলেছে হেথা আজ তার দেখা কই !`