বিশ্ব প্রবীণ দিবস
আজ বুঝি পয়লা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস
তাই দেখি বিশ্ব জুড়ে চলে উৎসব
রাষ্ট্রনেতা হয়ে কেউ দেখায় উৎসাহ ও সাহস
আমাদের দেশে কিন্তু সকলেই দেখি বিরস । চতুরাশ্রম প্রথা হেথা এ যূগেও হয় বহাল
বিদেশের বিজ্ঞান নচেতনার যেথা শুরু ঢল
এদেশেতখন বৃদ্ধরা বঞ্চিত সর্বত্র,হয় নাকাল
স্বাস্থ্য,সেবায় হয় বঞ্চিত ‘ সব দেশের জঞ্জাল ।
দিনে দিনে বাড়ে রোগআর কমে তার আয়
সেবায় বঞ্চিত হয় সন্তানেরা হয় দেশান্তর
সমস্ত যৌবন ধ’রে যারা রক্ত ঝরায়
আয় তার কমে রোজ ,তবুফ তার অন্তর ।
কল্যাণ রাষ্ট্রে নাই বহুজনের কোন পেনসন
যে কজন পায় তা তাই পেতে হয় হায়রান
বেকারের সংখ্যা বাড়িয়ে হয় ক ভূতদের স্থান
কল্যাণ রাষ্ট্র ভাবে বুঝি এভাবে হবে কল্যাণ
রাষ্ট্রের তাতে বাঁচে অর্থ ,হয়না পূর্ণ শূণ্যস্থান ৷
তবুও এদিন তারা ঝেরে পোষাকের ধূল
পপপদযাত্রায় হয় সামিল সুদিনের প্রতিক্ষায়
সত্যই ওরা ‘ওল্ড ফুল’ নাই বোকা ওদের সমতুল
তাই ওরা খুসির গান গায় রোজ ক্ষীণ হওয়া গলায় (1/10৷১/১০
...........................