বিশ্ব কবিতা দিবসে
আজ বিশ্বকবিতাদিবসে সকল কবিকে জানাই অভিনন্দন
তাঁদের কাছে আমার অকবি প্রাণের জেনা ক্ষীণ আবেদন
সার্থক করো তোমাদের মনন ও চিন্তনের সে ফসল
যা আসলেহল ক্রান্তদর্শীর লেখনীর নির্ভেজাল সম্বল
তাই দিয়ে মেটাও পাঠকের তৃষ্ণা আর মানসিক ক্ষুধা
তবে ক্ষুধার নিবৃতি হোক ধীরে চর্বনেএনে রসের সুধা ।
কবিতাতো আসলে নয় কোন গলাধঃকরণের তণ্ডুল
যা গোগ্রাসে খেলে আসেনা তৃপ্তি রসলাভ হয় ভণ্ডুল ।
সেইতো মালাকর রঙঢঙবুঝে সুগন্ধিফুলে সাজিয়ে করে মালা
দেবতা ও মানুষের সৌজন্যে তার উপচে পড়ে তার থালা ,
আর যে নাবুঝেই নানা ফুলে এক বুননিক”রে তোলে শুধু
সে কী কখনো পায় শ্রমের দাম ,যাতে পাবে অঢেল মধু ৷
তেমনি শব্জজালে ভরালেই পাতা হয়না তা কবিতা গাথা
তাতে যদি হৃদয়নিঙ্রানো না থাকে রস ,আর কোন মমতা ।
তবু যে শব্দে তোলে জনমনচিত্র বা সমাজের ছবি
আজ না হলেও একদিন জেনো সে নিশ্চয় হবে কবি।
তাই আজ সকল সফল অসফল কবিরে করি নিমন্ত্রণ
সার্থক হোক মন কবিতা দিবসেপেয়ে কবিকয়েকজন ৷