বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস
           ক্রেতাদিবস শব্দে জাগে যে কৌতুহল
            বিশ্বে কে নয় ক্রেতা বিক্রেতার সম্বল
             আমার বিক্রেতা কারো কাছে ক্রেতা নিশ্চয়
             তবু কেন পরস্পরে চাতুরীর যুদ্ধে লিপ্ত হয় !
             বিজ্ঞাপনে বহু কিছু দেখি যা বাস্তবে হয় ভূল
              যেমন এই তেলে দুদিনে টেকোমাথে হয় চুল ,
             দুমাসের সেই চুলে টেনে তোলে এক হাতি ,
             আর সে সাবান ঘসলেই ত্বক স্বচ্ছ রাতারাতি।
               ওজনে ও ভোজনে ঠকায়,সবেতে ভেজাল
               আদর্শ বিক্রেতা পেতে ক্রেতারা হয় নাকাল ।
                রসিদে কারসাজি ধরা নয়সোজা তার প্যাঁচ
                চতুর বিক্রেতা ক্রেতার পকেট করে ঘ্যাঁচ ।
                ট্রেডমার্ক, হলমার্ক দেখে নিয়েও ঠকি ভাই
                কারণ ফাঁকির কারবার সেখানেও করা যায় ।
                যতদিন না হচ্ছে উৎপাদনব্যয় সঠিক দেখা
                ততদিন ঠকে যাওয়া ক্রেতাভাগ্যে আছে লেখা ।
                 অসম্ভব দামে কোনকিছু না কেনারইযদি ধরি দম
                একমাত্র সহায় হয়ে করে জেনো ভোগান্তি কম ।
                   তবু ক্রেতারা সচেতন হ’লে লোকসান হয় কম
                   তাই বিশ্বক্রেতাদিনে সতর্ক করি  সবে হরদম ।
                   পঞ্চাশ টাকার উর্দ্ধে ক্রয়ে রসিদ অবশ্য লউন
                     আই এস,আগমার্ক,আর হলমার্ক সদা দেখুন ।
                     কৌটা.প্যাকেট দ্রব্যে নিয়মাবলী মিলিয়া লন
                     কাগজ যথার্থ হ’লে বিক্রেতার অবশ্য পতন ।
...................................................,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,0য়া ক্ড়েটা শূড়াক্ষা ডীবাশ