আজ এক শুভদিন, শুভ ভ্রাতৃদ্বিতীয়া
ভা’য়ের দীর্ঘায়ু চায় বোনেরা ফোঁটা দিয়া ।
আহারে ব্সনে সবার আপ্লুত দেখি হিয়া
আপদে বিপদে তাই দেখে সব লঘু করিয়া ।
ভা’য়ের কপালে দেওয়া সে চন্দন তিলক
চিরদিন দিয়ে চলে শুৠ স্মৃতির ঝলক
তাই ভাইবোন মনে জাগে বড়ই পুলক
আঁধার জীবনে আনে অসীম আলোক ।
কালীপূজার দ্বিতীয়ার এই শুভ প্রথা
বিশ্বের সমাজে আনে এক প্রীতির বার্তা ।
স্থায়ী হোক এই প্রীতি বিশ্বে ঘরে ঘরে
স্বর্গ হ’তে সে আশিস আজ পড়ুক ঝ’রে ৷