ভাইফোঁটা      
            আজ এক শুভদিন,এলযে ভাইফোঁটা
             বোনেরা আজ ভায়ে দিয়ে চন্দন ফোঁটা,
             যমকে দেয় জে\নো ভীষণ খোঁটা,
             বলে ‘আজ তোর দোরে দিলেম কাঁটা
             তোর কপালে আজ দুঃখ হল সাঁটা,
            এলে তোর দূত মারব তাকে মুড়োঝাঁটা ।।
           এই চন্দনে যেন আমার সব ভাই
           দিব্যি থাকে নব্বই আগে মরণ নাই ‘;
          বাধ্য যম জেনো তাতেই দেয় সায়
          শুধু নয় ফোঁটা সাধ্যমত দেয় প্র্রণামী
          তার সাথে নেয় বহু আশিস দামী
          যার গুণে ঈশ্বরের শুভেচ্ছা আসে নামি,
         তাইতো ভগবানে বলি লোভি আমি
         এই উৎসব যেন কখনো না যায় থামি ।