বিশ্বব্যপী সঙ্কটের দিনে
কেন এই বাধা সবার মিলনে
কেন নয় করমর্দন
কেন নয় হস্তবন্ধন
কেন ভালো প্রাচীন নমস্কার রীতি
কেন মিছে করি শুচিতার ভীতি !
হয়তো অতীতে এসেছে এম্নি মহামারী
যেমন প্লেগ, যক্ষা ,কুষ্ঠ ভয়ে গৃহছারি
মানুষ হয়েছে দিশেহারা বিবাগী;
আবার কঠিন চেষ্টায় হ’য়ে মনোযোগী,
তাকে করেছে প্রতিহত ,নির্নূল
তেমনি এবারও সে শুধরিয়ে ভূল ,
“করোনা” বিষবৃক্ষ উৎপাটিত করবে সমূল ।
সময়ের অপেক্ষা শুধু ,ধৈর্য্যের পরীক্ষা
নির্মল চেতনা আর দেশপ্রেমের দীক্ষা
তারে দেবে অসীম শক্তি আর মনোবল ।
তাতেই স্তব্ধ হবে এই”ভাইরাস”-ঢল ।
এ বিষের শক্তির হয়নি এখনো পযিমাপ
তাই “লকডাউন”হল প্রতিরোধের প্রথম ধাপ
কিন্তু তাতেই দেখি বহু ধৈর্য্যচ্যূতির বিলাপ,
তাই বিচলিত প্রশাসন ভাবে কঠিনতর কিছু
না হলে যে মৃত্যু নেবে একসাথে সবার পিছু;
ভাবি একথা বুঝবে কবে দেশের সব”বিচ্ছু’!