আবেদন ------
আজ বিশ্বযুব দিবস উপলক্ষ্যে
ভারতের যুবদের কছে আবেদন
, রেখেছেন স্বামিজী ,বলেছেন
‘উত্তেষ্ঠিত ,জাগ্রত …’
আর বলেছেন –আমরা সবাই
জন্ম থেকে দেশমা’র জন্য বলি প্রদত্ত …
সেইসূত্রে বলি ভাই
আজ কেন অচেনা লাগে তোমায় !
হে ভারতের যুবসমাজ
কী আশ্চর্য তোমার পরিবর্তন !
একদিন তুমিইতো এ বিশ্বমাঝ
তুলেছিলে চিন্তায় দুরন্ত কম্পন ৷
আজ দেখি এ কি দূষিত রূপরেখা
সদাই যেন সন্ত্রস্ত তোমার মন
তারই স্বাক্ষর রাখে মুখের বলিরেখা
এতো নয় তোমার কাঙ্খিত জীবন ৷
সুদূর অতীত হতে চিনি যে তোমায়
তাই নূতন কিছু জানতে চায়না
কেন প্র্শ্ন উঠে সুপ্ত বাসনায়
তোমাতে কেন আজ সান্ত্বনা পায়না
সুদূর অতীতে তোমার চেতনা কারণ
ধ্বংসের মহাযজ্ঞস্থলে
দেখেছি তোমার সে সৃষ্টির সূচনা
আজও তো চর্চিত যুবামহলে ৷৷
প্রাণের উত্তাপে গলিয়ে তোমার
আজকের বরফ শীতল মন
ঊষর মরুর বুকে আননা কেন
গঙ্গার সেই করুণা বর্ষণ ৷৷
শুরু হোক সে সবুজ মনে
সৃষ্টির নব আন্দোলন ৷৷
হাটে মাঠে শিক্ষালয়ে কলে
হোক দ্রুত উত্তরণ ৷৷৷
তোমাতে আজও আছে
আমাদের দৃঢ় প্রত্যয়
রুদ্ধ করে সব তান্ডবলীলা
রাখ তব স্রষ্ঠার সত্য পরিচয় ৷৷
দশক যাত্রা