বর্ষশেষ
আজ বর্ষশেষ,দুহাজার বাইশের বিদায়
তবু দেখিনাতো কোথাও হায় হায়
করোনা আবহেও চলে রাতভর নাচগান
আর চলে নতুন কিছুর জোর অনুসন্ধান
মানুষের বিদায়ে তবে কেন উঠে কান্না
তারা সকলেই নাহলেও বিশেষ চুণী পান্না
দস্যুকেও সবে জানায় কান্নাভরা বিদায়
অথচ করোনার কারণ হলেও আনন্দে হাসায় ।
জানিনা এত প্রেম এত ভালবাসা কোথা পায় !
বিদায়ী বর্ষকে এভাবেই বুঝি স্মৃতিতে দিই ঠাঁয়
ভাল মন্দে অতীত ব’লে তার চেয়ে মহীয়ান না