বাপুজীকে
নব কলেবরে এসেছ তুমি কোন মুনি ঋষি
স্বাধীনতা পথের দিয়েছ নিশানা হ’য়ে সপ্তর্ষি ৷
কোমল হৃদয়ে কঠোর হয়েছ বিদেশেরমাটিতে
সেথা হলে সেনা জাতিবিদ্বেষের বীজ উপারিতে ৷
দেশে ফিরে তাই পড়লে সত্য অহিংসার নামাবলী
অচ্ছুৎ হল যারা তোমার চরিত্রে লেপতে চেয়েছে কালি ৷
গুজরাত জন্ম দিল পালন করল তো সকল ভারতবাসী
শান্তি স্থাপনে ছুটলে তুমি কলকাতা হতে গয়া কাশী ৷
গুরুদেব তোমায় ভালবেসে নাম দিল জেনো বাপুজী
জাতিগঠনে সেই হল তোমার আসল কাজের ঠিকুজী ৷
শিষ্য তোমার বাছাই জহর আর সুচারু সেই সুভাষ
পতিদ্বন্দী ভেবে একদিন যাকে দিয়েছিলে বনবাস ৷
জাতির জনক ব’লে তারাই তোমায় দিলযে সম্মান
বাহিরে না হলেও তাবের অন্তরে দিলে যে প্রিয়স্থান ৷
জাতিবিদ্বেষ মাননি কখনো বিশ্বে চেয়েছো সদাশান্তি
শান্তির দূত তুজামি শান্তিস্থাপনেকখনো লাগেনি ক্লান্তি
অহিং সার পথে এনেছ স্বাধীনতা ভারতের মত নানাদেশে
জন্মদিনে তাই আজ প্রণাম জানায় তোমায় ভালবেসে ৷