৷                  
                        আশুতোষ চিন্তন
                    তুমি ছিলে এদেশে ব্রিটিশ শিক্ষার সেরা উপহার
                    তবু মন ছিল  সদা সডাছ যতেক শিক্ষার সংস্কার
                    সবখানে রেখেছ সেথা বজায় স্বদেশের মর্যাদার ৷
                বহু গুণে গুণান্বিত তুমি পেলে ‘স্যার’ উপাধি উপহার
                 আদায় করেছ তুমি স্থান ইংরাজের সাথে সম মর্য্যাদার ৷
                 শিক্ষাক্ষেত্রে দিলে স্থানের প্রাধান্য অবহেলিত বাংলার
                 আর কবিগুরুরে দিলে তুমি বানান সংস্কার করার ভার ৷
                  তেজস্বিতায় তুমি ছিলে অগ্রগণ্য ভারতীয় পৌরষকার
                  অন্যায়ের প্রতিবাদে দিতে ব্যাঘ্রসম প্রবল হুঙ্কার ৷
                  তোমার বিহনে তাই আজ চারিদিকে দেখি অন্ধকার
                 তাই তব   মৃত্যুদিনে আজ মনে পড়ে শুধু    বারবার ৷