………প্র্র্স্থান
অশান্ত এ পৃথিবী ছেড়ে
তুমি গেলে চিরশান্তির দেশে
সেখানে অনন্ত সত্বার সাথে
তোমার সত্তা সানন্দে মেশে ।
কিন্তু আমরা হারিয়ে তোমায়
পায়না যে কোন সান্ত্বনা
এভাবে তোমার হঠাৎ প্রস্থান
শুধু বাড়ায় মনোযন্ত্রণা ।
তুমি ছিলে এক কর্মঠ সৈনিক
মৃত্যুর সাথে করেছ লড়াই
সমাজসেবাকেই ভালবেসে
জাগিয়েছিলে বাঁচার ইচ্ছায় ।
কর্মীরূপে ছিলে যেমন শ্রদ্ধার
ব্যকতিরূপে তেমন ভালবাসার ।
তোমার প্র্র্স্থানে তাই দেখি আঁধার
সবকিছু লাগে গুরুভার
তবু ছেদ মানেনা মন
অপেক্ষায় থাকে শুভবার্তার ৷৷
………………………………গান
কতদিন তোমায় বলেছিনা ওগো সোনার মাঠে ছিল ধান
এমন ক’রে কেঁদনা কেঁদনা কতেক ঝুড়ি ঝুড়ি
জীবনে থাকুক না কেন য