অমর ত্ব
অমরত্ব কী আবার 1
অর্থ খুঁজে বিশ্বে করি তোলপার ৷
এভাবেই কতজন্ম হলাম পার ,
দেখলাম বিশ্বব্রহ্মান্ডে বহু কিছু দেখার
নির্বাক সাক্ষী আছি কতকী ঘটনার ,
সে সব ভূলে কেন চাইব অমরত্ব
একটা বিচ্ছেদ অসীম সে জীবনধারার 1
তার চেয়ে এসো সব যায় স’য়ে
দুঃখ,কষ্ট ,বেদনার ভার ব’য়ে
তারই মাঝে খুঁজে নিই অমরত্ব সুধা ,
জীবনভর ব’য়ে চলি নানা ক্ষুধা
এভাবেই জাগুগ আর এক জীবনের ক্ষুধা ৷
দুঃখ নাই অসমাপ্ত কিছু কাজ র’য়ে গেলে
আর এক জীবনে যদি সমাপ্তির সুযোগ মেলে ৷
....................................................................................................
s...............................................