জলের অপচয়
ঘড়া ঘড়া জল রোজ ঢালে পায়ে
রাস্তার ধূলা যাতে না লাগে বায়ে ৷
একদিন কাদা মেখে ফিরে আসে ঘর
একবিন্দু জল নাই পাম্পেই গড়বর ৷
ঘরে এসে শোনে দুইদিন আসবেনা জল
পাম্প নামাতে হবে আরও গভীর ভূতল ৷
সেইদিন হল তার বোধ করি কিছু শিক্ষা
জল কিণে এনে করে অন্যের ধৈর্য্যপরীক্ষা ৷
অবশ্য সকলকে শিক্ষা দিতে গিয়ে
নিজেই পেল চরম শিক্ষা
শেষবিন্দু জল পেতে নিতে হল দীক্ষা
অপচয় রোধই হলো সার্থক পরীক্ষা ৷