একুশ
একুশ শুধু কোন শব্দ বা সংখ্যা নয়
এটা দেয় এক জাতির জীবনের পরিচয় ।
এদিন মানুষ বুঝেছে নিজস্ব অন্তর
চায় ভাষা ও সংস্কৃতির কদর;
বুঝেছে যে ধর্ম হল শুধু বাইরের আচার
তার সাথে ভেদ নাই সুস্থ মানুষের বিচার।
তাই বাহান্নর ফেব্রুয়ারীর একুশে
বিশ্ব দেখে যে রক্তরাঙা প্রত্যুষে
হয়েছে এক জাতির অভ্যুদয়
যারা বোঝে ধর্ম নয় ভাষাই হয়,
মানুষের মাঝে মিলনের বন্ধন ;
সে ঘটায় বিভিন্ন ধর্মের মিলন ।
আঠারো আজ শুধু যৌবন আনে
একুশ ভাসে দেখি জোয়ারের টানে
প্রাণে আনে দেশভক্তি দেহে আনে শক্তি
তাইতো বাহান্নর ফেব্রুয়ারী একুশে
আমাদেরই প্রতিবেশী ভ্রাতারা অবশেষে
ধৈর্যের বাঁধ ভেঙ্গে নামে প্রতিবাদের রাস্তায়
ব’লে –‘যাক প্রাণ তবু মোর ভাষা চায় ,
এই ব’লে বুক পেতে নেয় অসংখ্য গুলি
তবু ছাড়েনা তাদেরষ প্রিয় মা’র বুলি ‘।
রক্তের জোয়ারে ভেসে যায় শত্রুর রথ
শাসকের পরাজয়ে সার্থক তাদের শপথ ।
তারপর বহুদিন গেল কেটে ভাষা জাগায় দেশভক্তি
দিল ভাষার নিরিখে নতুন দেশগঠনের অশেষ শক্তি ৷
ভাষাশহীদের রক্তরাঙা এই একুশে
নতুন দিশা দিল দেশে দেশে ,
সার্থক হোল বরকত,জাফর,রফিকদের প্রাণদান
তাই একুশ সংখ্যা নয়, হল এক দুরন্ত সংগ্রাম ।