আজ নবমী
বৎসরান্তেএসেছে উমা লয়ে সব সন্তনে
দুঃখিনী বাঙালীমার খুসি তাই ঝরে মনে ৷
ষষ্টীতে নতুন পোষাকে ভাসে আনন্দেতে
সপ্তমীতে আনন্দলাভ রন্ধনে সবে মেতে ৷
পরদিন বেলুড়েহয় বিবেকের কুমারীপূজা
আনন্দে মাতে তায় মধু মীর আর ডিসুজা ৷
অষ্টমীতে আমিষদ্রব্য সানন্দে করে পরিহার
নবমীতে আশু বিদায়ের ভয়ে উঠে হাহাকার
তাই উঠে রব’নবমীনিশি পোহাইয়ো না আর ‘৷
দশমীতে সিঁদর খেলা আর হয় বরণ বিদায়
ভগ্নচিত্তে থাে সব ফের এক শারদ প্রতীক্ষায় ৷
মৃন্ময়ীরে বিদায় দিয়ে চিন্ময়ীকে রাখে ধরে বুকে
প্রীতির বিনিময়েসবে থাকতে চায় অপার সুখে
বিজয়ার দিন