আবিরসাজাওঃ
যদিও বসন্ত কাননে দিয়েছে সাড়া
তবুতো নীচতা ছাড়েনিঈর্ষার ধারা ৷
বন্ধু ডাকে ওরা চায় বড় কুণ্ঠা ভ’রে
তুমি মহীয়ান তাই নিতেছ আপন ক’রে ৷
বড় অসম্ভব জানি পৃথাবীর সাথে আঁটা ,
কালকের প্রীতি আজ সেথা বিঁধে কাঁটা৷
তাইতো বলি আবির সাজাও ঘরে ঘরে ,
শিমুলের বুকে যেমনথাকে থরে থরে ৷
হৃদয়ের রঙে কর সব জীবন রঙীন ,
খুসীর আমেজ ভাওবছরের সব দিন
সব জয়ে,সব খুসীতে সাজাও আবীর
, জুরে দেবে তা যেথা যত আছে চির ৷