•                    আজ বিসর্জন

       শা্স্ত্র সমর্থে বিসর্জন অর্থে মানি ষড়রিপু বর্জন
শাস্ত্রর বিচার বিসর্জন আবার প্রতীকের নিরঞ্জন ।
বিজয়া আবার অর্থের অনুসার বিশেষ সৃজন
মৃন্ময়ীরে ভূলি চিন্ময়ীরেতুলি বক্ষে তাই করি ধারণ \
তবু শক্তিতে আর ভক্তিতে হয়ে সবে বলীয়ান
মানব জনম হয় মনোরম মিলনতে মহীয়ান ৷
সবার উপরে মনের কোটরে বিজয়া কন্যাবিদায়
চিরন্তন ছবি সবঘরে সবই ময়দের বুক কাঁপা য়
কৈলাসে যেতে অর্ণব পোতে জলেতে ভেসেযায়
ভেসে জলের স্রোতে কৈলালের পথে যেতেমহেশের দেশে
আমাদের ঠাঁই তাই বিদায় চায় কেমন মুচকি হেসে  ৷ চ

1 ছড়িয়ে প্রীতি গড়তে সম্প্রীতি মিলন মাধুরী চায় ।
হৃদি দ্বার খুলি করি কোলাকুলি, সকলে শ্রদ্ধা জানায়
এমনই প্রথা চলেছে হেথা আজ তার দেখা কই !`
মিথ্যে ক্ষোভ মিছে দোষারোপ করোনা আবহই

All reactions:


মহাপূজা         ভক্তিগীতি