আজ দোল
               আজ বাজে খোল মুখে হরিবোল
                সবার হৃদয়ে উঠে খুসীর বোল
                 আজ এলো যে রঙীন দোল
               তাই বলি রঙ দে ওরে রঙ দে
                আমি রঙ খেলতেই এলেম যে  ৷
                  ভিতরে সবার শুনি এক রঙ
                 বইছে সেথা রক্তের তরঙ্গ
                  তবে বাইরে কেন রই ভিন্ন
                 রঙে আঁকি আয় প্র্র্রেমের চিহ্ন
                  দূরে র’য়ে মন করি কেন খিন্ন
                  একই মোরা ,কেউ নই ভিন্ন
                  এসো রঙে আঁকি মিলন চিহ্ন  ।
                   ভিতরে ও বাইরে বাঁধ সেতু
                    তাই হোক আজ রঙের হেতু
                    হৃদয়ে বাজুক শুধু মিলনবোল
                 ওরে আজ এলো যে রঙীন দোল ৷