নজরুলকে  
বাল্যে তুমি ছিলে লেটোগানের কবি
কথায় এঁকেছো কত গাঁগঞ্জের ছবি ।             
গদর লেটোর নামী সেই লেটোর দল
যাদের গানে ‘খেউর’ছিল মূল সম্বল;
হারিয়ে তাকে গানে ভাঙ্গলে সবার ভূল
গানে তোমার এলো সুগন্ধ কথার ফুল ।
গাঁয়ের কথা দিয়ে হল কবির জীবন শুরু
সেই কাজেতে কুমুদরঞ্জনে পেলে গুরু ।
একলব্য শিষ্য হ’য়ে রবির অনুসরণ
গড়ল তাই ‘ধূমকেতু’কবির জীবন ।
দুখীর দুখে তোমার চোখে ঝরেনি পানি,
বদলে তার ঝরল দেখি আগুন বাণী ।
জন্মদিনে তোমার কবরে ফুল সে রাখি
আবার আসতে তোমায়  প্রাণভ;রেঃ ডাকি ।