একটানা বাঁধাগতে জীবন কেন যে ভালো লাগে না -
সবাই তো বলে ডিশিপ্লিন, ডিশিপ্লিন চাই জীবনে ;
রুটিন মেনে চলো , এ ভাবে নয় , ঠিক ঠিক হচ্ছে না ।
যদি উন্নতি করতে হয় , চলো সব নিয়ম কানুন মেনে
নয়তো , অন্যরা তোমায় যাবে পিছনে ফেলে এগিয়ে -
একথা রেখো জেনে।
জাগলে মনে শিল্পী , বলে - কি রইলে যে বসে ,
আরে ছাড়ো ক'দিনের বা জীবন , চলো একটু লাগাম ছাড়া হই -
তুমি আমি দুজনেই , চলো চলে যাই , থাকবে তো ছাই শেষে ।
ঐ দুর গ্রাম পেরিয়ে আরো দুরে -
যেথায় চিন্তাগুলো খাবে না জীবনকে কুরে কুরে ,
যেথা নেই উচ্চরক্ত চাপের রোগী ,
নেই সংসারে পাল হারা ভুক্তভোগী ।
পিছনে কে দেয় তাড়া , আরে শোনো না ওর কথা
জগতে শিল্পীরা সব জাত পাগল,
এখন খুব নাচা কোঁদা শেষে চাইবে সরকারী বেকার ভাতা ,
এরা সব মুর্খ , এরা সব পাগল নেই বোধ -
চাল নেই চুলো নেই দাঁড়াবে কালের করে গতিরোধ !
জগৎটাকে করেছে এরা নিকম্মের কল,
এরা মধু মেনে পান করে হলাহল ,
পরে ছুটবে খুঁজতে স্পনশর
চিৎকার করে মরবে এ দেশে নেই আর্টের কদর।
বেশ তো যাও - ব'লে শিল্পী , চললাম আমি যেথা খুশী ,
মরো গিয়ে খাও নাকানি চোবানি,
ছোটো পয়সার পিছে দিবানিশি ।
শেষে পাবে উচ্চরক্তচাপ আর ব্লাডসুগার -
যাও যাও কপাল ভালো হলে পাবে সুযোগ
আরো ব ড় রোগে ভোগার -
যেমন ধরো গ্যাসট্রিক আলসার, কিম্বা হ তে পারে হার্টে কোলেস্টেরল ।
খুব ভাগ্যবান হলে হার্টফেল কিম্বা ক্যান্সার ,
দেখবে যাদের পেলেছো সারাজীব্ন , স্ত্রী পুত্র কন্যা -
সবাই দিয়েছে ধোঁকা , মুচড়ে উঠবে বুক উঠবে অশ্রু বন্যা।
চেতনা হবে সেদিন ভাববে হল অনেক দেরী ,
বাঁধনে বাঁধা মন্ হয়ে গেছে ছোটো , আর না কাটতে পারবে বেড়ী
ছুটে পয়সার পিছে হাঁপাবে দিনের শেষে ,
সাধ না মিটিতে পাবে মহাকালে মৃত্যু বেশে ।
হঠাৎ খুলল তৃতীয় নয়ন দেখি এ কি -
এ কার বয়ান , এ তো চেনা , আমার হৃদয়ে থাকে ,
আসে কাজের ফাঁকে ফাঁকে
জোড় হল দুই হাত , মন করল প্রণিপাত
বড় ফ্যারায় পড়েছি নাথ্ ,
বাঁচাও এ যে কুহক , এ যে কাল রাত !
বলে গৈরিকধারী ভয় নাই ভয় নাই
কর্ম ফলে সবে এ জগতে পায় ঠাঁই ,
থাক হেথা পড়ে মাছের মতো ।
দেখেছিস মীন কেমনে থাকে পাঁকের মাঝে -
তেমনি থাক পড়ে সংসারে, লেগে থাক কাজে ,
করিসনে ফলের আশা -
চাসনে কারো কাছে স্নেহ ভালোবাসা
দেখবি পরে - মৃত্যু এলেও লাগবে না ভয়
এ তো তোর হারিয়ে যাওয়া নয়,
এ তো ব্যস যাওয়া এ ঘর থেকে ও ঘরে।