তোমায় দেব বলে লিখি এ কবিতাখানি
জানি না তোমার লাগবে কেমন এ ছন্দবদ্ধ বাণী ;
তোমায় দেখে আমার এ মন আজ হয়েছে কবি
যা লিখি তাই যেন আজ ছন্দেতে বাজে সবি ।
তবু তুমি যদি না তুলে নাও এই ছন্দেরে সুর ভরে  -
এ লেখা আমার বিফলেই যাবে অকালেই যাবে ঝরে ।
বলব না কভু 'এ লেখা আমার',   শুধু তুমিই জানবে রাণী -
অনামী প্রেমিক আঁকে রূপচ্ছবি তোমারে আপন মানি ।
জানবে না এ ধরা কে বা লিখেছে কবিতাখানি ,
কার বর্ণনা এ তে পায় কে জোগাল এমন বাণী !
অবাক হয়ে পড়বে সবাই আমার কি বা যায় -
তোমার ছোঁয়া লেগে প্রাণ জাগবে কবিতাটায় ।
হয়তো অনেক কাব্যের ভুল আমার লেখায় রবে
বেশ জানি আমি অতিরঞ্জন অনেক পাঠকে ক'বে ,
(তবু) যদি মনে হয় এ লেখা আমার অতিরঞ্জিত প্রিয়ে
সাজিয়ে নিও এরে তুমি তোমার মনের বর্ণালী রঙ দিয়ে।