যে বাণী পাঠালে প্রেয়সী তাহার জবাবে কি লিখি বলো ?
আনন্দেরি লহর হৃদয়ে , প্রাণ খুশীতে টলোমলো ।
তোমার পাঠানো সুপ্রভাতের বার্ত্তাখানি পেয়ে ,
মনে হয় যেন হঠাৎ অকালে ফাগুন এল ধেয়ে -
(বলে) অনেক হয়েছে এবার প্রাণের সব আবরণ খোলো ।
এল তোমার বার্ত্তা প্রভাতবেলায় অসীম শূন্য থেকে ,
ঘুমঘোরে ভাবি অসময়ে কেন দূরভাষ ওঠে ডেকে !
হয়তো বা এরে রেখেছি শিয়রে মোরে জাগাবার লাগি ;
হঠাৎ নজরে এল তব নাম আছে পর্দায় জাগি ।
উৎসুক আমি বার্ত্তা খুলিতে তোমার ছবির পাশে -
দেখি, "সুপ্রভাত" আর আহত হৃদয়ের ছবি ভাসে ,
আবেগে ভুলেছি প্রতিবার্ত্তা পাঠাতে এ দোষ আমার ভোলো !