পত্র পাবার আশায় হয়তো তুমি -
এখনো বসে তোমার দুয়ার খুলি ।
হে মোর প্রিয়া , কেমনে জানাই
"নই কো যক্ষ আমি " , জানিনে মন্ত্র
এ কথা কেমনে বলি বরষার মেঘে -
নিয়ে যাও মোর সংবাদখানি,
দাও প্রিয়ার হাতে তুলি ।।
হারায়েছি ভাষা , হারায়েছি ভাব,
কি লিখি বুঝে না পাই !
হাহাকার আছে হৃদপিঞ্জরে ভাষাহারা আমি তাই ।
জীবন দিয়েছে শাস্তি আমায়, তোমায় করেছে দুর
সমাজ বলেছে এ প্রেম নিষেধ ,
এতে হয় নাকি শৃঙ্খ্লা ভাঙচুর ।
তোমার নামেতে লাগবে কালীমা এ যাতনা কেমনে সহি ?
তাই আমি হই দুরদেশবাসী তোমার বিরহ বহি ।
বিরহ করেছে আমারে আকুল সমাজ পাগল বলে
মুক্ হয়ে রই সমাজের আগে পাগল হবার ছলে ।
ধরার যে বোঝে বুঝুক ভুল, শুধু তুমি রেখো মনে -
তোমারই নাম জপে সারাদিন এ প্রেমিক পাগলটা আনমনে ।