আবার এসেছে রাতের বেলা স্ব্প্ন তোমার ,
করে যাও খেলা আমার চিত্ত পরে ।
চিরনিদ্রায় রয়েছি শায়িত
সমাজের ভয় এবার নাহিতো ?
যতক্ষণ খুশী করে যাও খেলা ঘুম ভেঙ্গে ডাকবো না নাম ধরে ।
শুধু করো খেলা স্ব্প্ন স্ব্প্ন , জাগায়ো না ঘুম হবে অপূর্ণ ,
ছিনু চিরকাল আশা নিয়ে , দেখব কি রয়েছে স্ব্পনপারে ।।
তাই চোখ রাঙিয়েছি ঘোর বর্ণালী রঙে
মন ভেসে যায় স্বপ্নের সঙ্গে
"দেহ প্রাণহীন " ধরাবাসী বলে , বোঝে না রয়েছি গহন স্বপ্ন প'রে !
দিও নাকো ফুল এ দেহে আমার ; তার ছোঁওয়া লেগে ভয় ঘুম ভাঙিবার ,
পাথর দু আঁখি যাচিছে করুণা ক'র অভয় মাগিছে চরণ ধরে ।