অসীম শূন্যে বাজছে মাদল সাজছে মেঘের দল -
ধরণী আজকে মর্মে মর্মে বুঝিবে ইন্দ্রদেবের বল ,
বজ্রাঘাত আর বরিষণ ভ'রে ধরারে করিবে শেষ ,
বুঝুক এবার মা ধরণী, দুষ্ট সুত ধারণের ক্লেশ ।
এর সন্তান কাটিয়াছে বন, গড়েছে অট্টালিকা -
মারিয়াছে যত পশুপাখিদের, সাধ ধরায় রহিবে একা !
গোপন ইচ্ছা, বিজ্ঞান দিয়ে সব কাড়িবার ছল ,
নিজেরা বিধাতা সেজে ফিরে সবে স্বার্থলোলুপ খল।
কুসন্তান সব তৈরী হয়েছে মায়ামমতাহীন -
ক্ষমতার আশ গোপন হৃদয়ে বাড়িয়াছে দিন দিন,
সব শেষে মন সহোদরে মেরে জগতে করিবে বাস
নিঃসঙ্গ, বিবেকবিহীন রাজা সাজিবার আশ ।
উন্নত বলে বড়ই গর্ব এরা মাত্রাজ্ঞানহীন
যত পায় তত বাড়ে আকাঙ্খা, উচ্চাশা বল্গাহীন।
(তাই )সুতের শাস্তি মাতার ললাটে প্রকৃতি দিয়েছে আঁকি
কর্মের ফল ভুগিতে হবে না, কোথাও শুনেছ তা কি ?