একটি কথা বারবার আজ শুধুই মনেতে বাজে
মানুষ কি যে চায় ঠিক ঠিক বোঝে কি তা নিজে ?
সব পেয়ে গেছে এমন মানুষ দেখি জ্বলে পুড়ে মরে
সব ধন ভরা ঘরের ভেতর তবু হা-হুতাশ করে ,
যার কিছু নাই সেও দেখি যেন মরা প্রান হীন দেহ
অন্যেরে দেখে ভাবে কত সুখী , তার মতো দুঃখী কি আছে কেহ !
সকলেই দেখি চায় বাহিরের পানে, ভেতরে কেউ না দেখে
পাগলের মতো ধায় চারিভিতে রতন হৃদয়ে রেখে।
কারো দেখি ধন রয় ঘর ভরা, নেই শরীরের সুখ
যার রহিয়াছে শরীরের সুখ বাড়িছে ধনের ভুখ ,
যার রয় ধন শরীরের সুখ, জন আশে যায় প্রান
সব যদি রয় তবুও লালসা না পায় পরিত্রান।
সুত আছে যার তার নাই সুতা হিসেবেতে কম পড়ে
সুতা আছে যার সুত আশে প্রান সদা ধড়ফড় করে
সুত সুতা ভাই বন্ধু জ্ঞাতি সব যদি রয় বেশ
তারা নাহি চলে মন মুতাবিক , মনেতে দ্ব্ন্দ্ব দ্বেষ ।
দেখছি যতই এসব কান্ড ভাবি জগৎকে নেব বুঝে
দেখি আমিও ডুবেছি অশান্তিতে , ফিরি শান্তির খোঁজে ।