জীবন পথে একটি বিরাম মরণ যে তারই নাম
সেইখানে নামে জীবনযাত্রী নাম আত্মারাম  ।
গর্ভগৃহে প্রথম চলিল যে রথ জীবনে নিয়ে ,
কৈশোর যৌবন জ্বরা নামের দেশ দিয়ে -
সে দেশের কোনো ভাগেতে দুঃখ, কোনও ভাগে আছে সুখ ,
কেউ চলে যায় ঠায় দাঁড়িয়ে , কারো আরামেতে কৌতুক ।
কত শত যাত্রী চলে এ পথে সওয়ার আপন রথে
কারো রথ দ্রুত গতির , কেউ বা চালায় শ্লথে ।
কেউ বা চালায় বুঝে শুনে পথের নিয়ম মেনে
কেউ বা চালায় সেই রথটিরে কিছু বুঝে না শুনে ,
কভু নিয়ম মেনেও চলে যে রথ গর্তে পড়ে আসি -
অনিয়মেতেও কত রথে  সওয়ার চলে হাসি ।
কেউ জানে না এ পথে কে কবে পৌঁছুবে নিজ ধাম
সে পথে শুধু ক্ষণিক  বিরাম মরণ যে তারি নাম ।
পাশাপাশি কত রথ চলে যায় , কোনও রথ মনে লাগে -
কোনও রথ দেখে মনে জাগে ভয় কেঊ চলে বিতরাগে ।
শোক নামে আছে সে পথে পাথর, দুঃখের নুড়ি বিছানো
পথের পাথেয় বেঁধে দেবে গুরু, জানে কেমনে যায় ভার কমানো ,
নিজের মনোমতো ভার যে নেবে চাপিয়ে রথে
তার কপালে দুর্ভোগ আছে যখন চলিবে পথে
এ রথ চালায় সেই জনই ঠিক , যার আছে সরল মন
কাম ক্রোধ মায়ামোহহীন , প্রেমে ডুবে অনুক্ষণ ।।