এই যদি হয়  চরম সুখ , দুঃখ কারে কয় ?
মনের গহন অন্ধকারে কে বলে এ নয় এ নয় !
খূঁজছ যা তুমি হেথা নাই  সেই অনন্ত সুখভার
নিজেরে বিকায়ে দাও গো হেলায় ও রাঙা  চরণে তার।
রেখো নাকো সাথে মায়া মোহ পাশ , রেখো নাকো দ্বার  আঁটিয়া
মনের আরশি যেন থাকে সাফ, যেন ছবিটি না যায় বাঁটিয়া।
এই দুনিয়াটা কেবলই ধোঁকা , হেথা তার নাম র'য় -
যেজন স্বার্থ ভুলিয়া আপনা বিলায়ে , হেলায় সকল যাতনা সয়।
যদি থাকে তব অন্তরে তিলেক স্বার্থ ভাব -
ক্ষণিকের সুখ হয়তো জুটিবে , হবে না মোক্ষ লাভ ।
আমার আমার বলে চিরদিন আঁকড়ে ধরেছ যারে,
পারিবে কি তারা রাখিতে তোমায় যবে যাবে পর পারে ?
তুমিও তাদের পার না রাখিতে সকলে বিদায় চায় ,
সব জানো তবু , কেন ভরসা না কর  ভব কান্ডারীর পায়?