এ কোন বেশে এলে পথিক আজ অবেলায়
অগ্নিরূপ অগ্নিবেশ , মৃত্যুভয় জাগে ধরায় ।
সকল লোকে রইল ঘরে দুয়ার আঁটি তোমার ডরে
নেয়নি কেহ বরণডালা তোমার পূজার তরে ।
কুঠার হাতে ক্রুদ্ধ পরশুরাম যেন নিক্ষত্রিয় করবে ধরাধাম ,
রুদ্ররূপে আসলে পৃথিবীতে , ধ্বংসলীলা কেন তোমার চিতে ?
কোন সে শত্রু নাশের তরে মোহনরূপ রাখ সরায় ,
এ কোন বেশে এলে পথিক আজ অবেলায় ?
বৃক্ষ তৃণ লতারাজি শুষ্ক তোমার ডরে আজি
পাংশু মুখে চাহে তোমা পানে যদি দয়া করো হয়ে রাজী ;
তোমার এ রূপ সইবে ধরার এমন সাধ্য নেই -
দেখো মুর্ছ্ছাগত হয়েছে প্রাণ হারিয়েছে তার খেই ;
পিপাসার্ত জীবন আজি আশা আকাংখায়
এ কোন রুদ্রবেশে এলে পথিক আজি ধরায় ।
বইছে শ্বাসে মৃত্যুবাণ ওষ্ঠাগত সবার প্রাণ
তোমার পদে নতি সবার গাইছে তোমার জয়গান ;
এবার ভোলো হে পথিক তোমার কঠিন খেলা
করুণাধারা ঢালো ভবে জাগুক প্রাণের মেলা
ফিরে পাক তার রূপযৌবন মাতুক নবীন নেশায়
এমন রুদ্রবেশে পথিক কেন এলে ধরায় ।