নিরুপায়

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (পুলক)


সন্ন্যাসী দাঁড়ায়ে বলে গাছেরতলায়
ভাবিয়া বলো কি মিল তোমায় আমায় ?
নিরুত্তর গাছখানা পায় না জবাব,
জ্ঞানীগুণী সন্ন্যাসী মধুর স্বভাব ;
কহিলেন সন্ন্যাসী দেখ গাছ ভাই
দেওয়া ছাড়া আমাদের আর কাজ নাই ।
যা আছে মোদের পাশে দুহাতে বিলাই
তুমিও তো আত্মস্বরূপ আমি ভাবি তাই ।
অযাচিত দাও তুমি ফুল ফল কাঠ
স্বার্থের নাই মোহ, নাই ঝঞ্ঝাট ।
কিছুক্ষন চুপ থেকে গাছ বলে হায় –
একি বলো দেব মোর নাহিক উপায় !
তুমি তো পালিয়ে বাঁচো মোহে নাহি পড়ো -
দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মোহ করি জড়ো I
আপনার সব কিছু দিই স্নেহ ভরে
কাঁদে মোর প্রান সদা সন্তান তরে ,
(তোমায়) মোহ ছেদনের তরে বিধি দিল কল
বাঁধনে পড়িয়া মরি আমি যে অচল I