চলছে যেমন জীবন ঝর্ণাধারার মতো,
চলুক ওমনই ভাবে -
বদলে যাওয়া গতি মোটে ভালো লাগে না তো ।
জীবনে যা রয়েছে সব , মানুষ যতোগুলো
সবাই থাকুক সাথে, দিয়ে যমের চোখে ধুলো ।
নাইবা হল যোগ নতুন জীবন আরও -
আর হলই যদি জড়ো , বাঁধন হোক না দৃঢ়তরো ,
পথে ছেড়ে যাওয়া কেন মন -
নিয়ে হৃদয়ে গভীর ক্ষত ।।
জানি এ কল্পনা বৃথা ,মায়ায় ভুলেছি গীতা ,
বোঝেনা জীবনপথিক -
আসল ইচ্ছা কি তা ?
অচল, অনড় , সাদা-কালো, কত ছবি এলোমেলো -
রয় কিছু সাথে আর কিছু স্মৃতি হারালো ,
তবুও আশায় আশায়, আঁকড়ে রাখতে চায় -
যদি কিছু থাকে সাথে এই বাসনায় রত ।।
এর মধ্যে কত আলো আঁধারের দেশ ,
পেরিয়ে এলেম সুখে দুঃখে , কাটে না মোহের আবেশ -
যাদের ছেড়েছি পথে , ভুলেছি অনেক মুখ
রয়ে গেছে যারা সাথে তাদের ছাড়িতে দুখ ।
জানি তারাও যাবে চলে আমায় একলা ফেলে,
বিচ্ছেদে জীবন ভরা -
তবু যা রয়েছে সাথে মোর , তাদের আঁকড়ে ধরাই ব্রত ।।