দিও যারে চাও পুষ্পের মালা, রেখো মোর তরে শূল ;
মোর তরে রেখো ভাবনার নদী ,অন্যেরে দিও কূল।
চাই নাকো আমি রেখো তব পাশে , চাই না কো মোরে স্মর -
যারে চাও রেখে দিও তব পাশে , মোরে শুধুই মারো ধরো ;
কি করেছি ভুল কি করেছি ঠিক , কোরো না হিসাব তার
তুমি তো সীমার বাইরে হে নাথ দিও শাস্তির ভার ।
যদি কাঁদে প্রাণ , মন দুঃখ পায় তুমি মেনো নাকো হার -
শাস্তির বোঝা বাড়াইয়া যেও , যদি বাঁধ ভাঙে কান্নার ।