উফ্ আর সয় না এই জীবন য্ন্ত্রণা এর চেয়ে ভালো মরা ,
ক্ষণিক কষ্ট ফল স্পষ্ট ফাঁদেতে না পড়িব ধরা ।
এই কূলে গেলে ঐ কূল বলে ওদিকের তরে বড় টান -
প্রাণপণে চাই তাদেরে বোঝাই এ ভ্রম মিছে অনুমান ।
আমি তোমাদেরই যেমন ছিলাম আগেরই তেমন রয়েছি আজও ,
মিছে সংশয়ে বাঁচা কেন ভয়ে বৃথাই ছিদ্র খোঁজো ।
অল্প দোষেরে এত বড় করে কেন দেখাইছ লোকে ?
ভাবিছ তারা ব্যথিত ! তাদের হৃদয় মথিত হইবে তোমার শোকে?
তাদের ভাবিবে আপনা দেখে মায়ার কান্না, পিছনে হাসিবে তারা।
হইয়াছে ভালো সব গর্ব মিলাল সার জীবন যুদ্ধে হারা।
আর কূল বলে ঐ কূলে গেলে ভাবিয়াছ পাবে সুখ ,
মোদের বঞ্চিত কর আমরা কি পর এদিকে কর না মুখ ।
কিছু সাথ তব আমরাও পাব নিয়মে ইহাই বলে -
আমি বলি হায় জীবন জ্বালায় ভালো হয় আমি ম'লে ।
দু দলই দেবে না খুলিবারে ডানা মোরে মুক্ত আকাশ প'রে ,
ধরিয়া দুপায়ে যে কোনও উপায়ে চায় নিতে আমা হ'রে।