হৃদয়হারা
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (পুলক)

পথের পরে ফেরিওয়ালা বৃষ্টি জলে ভিজে
ডাক দিয়ে যায় হরেক মাল আমি কিছু বুঝি নি যে ,
বললে হেসে ওর কাছে খোঁজো আমার হৃদয় পেতে পারো
এ কথা বলে হাসির চমক হলেম অবাক আরো !
সেদিন বুঝিনি হাসির ছলে বললে আসল কথা
দুরে যাবার বায়নাটুকুর জন্য মুখরতা ।
অনেক কাল হয়ে গেছে তোমার দূরে যাওয়া -
তোমার আশে বসে থাকা পথের পানে চাওয়া ।
পাগল নামে ডাকে লোকে চললে পথের পরে
অলস, কর্মহীন বলে এসে বসি যদি ঘরে ।
শুধু ফেরীওলা দেখে ছুটে যাই শুধাই তোমার কথা
তারা বলে আমার নাকি খারাপ হয়েছে মাথা !
আকাশ পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে -
বুঝতে চেষ্টা করি কেন লোকে পাগল বলে ,
তোমার কথা ভেবে আবার চোখের পাতা ভিজে
লোকে পাগল বলে, আমি নাচার করি যে !