আশায় থাকি হয়তো তোমার বারতা পাব ,
পাব যাবার নিমন্ত্রণ -
তোমার সভায় আছে সবার ঠাঁই
আমায় হেথা কি কাজ তরে রাখলে ফেলে ;
বুঝি না কো তাই কোনও কাজে লাগে না তো মন ।
সবার আছে লক্ষ্য , চলার পথের শেষে ,
তোমায় পাবে হৃদয় মাঝে আপন বন্ধু বেশে
আমার তো নাথ পথ আছে যা দেওয়াল দিয়ে ঘেরা
নিজেই আমি চতুর্পাশে বানাই কাঁটার বেড়া ।
পথকে করি ঘর আর পথেই করি বাস
নিজের হাতে নিজের গলায় দিলেম মোহের ফাঁস ।
এখন যদি তুমি ডাকো পাবো পরিত্রাণ
ডাক তোমার সুরের সভায় মুক্ত হোক এ প্রাণ
বেড়া বাঁধন ছিঁড়ে হৃদয় তোমায় করিব অর্পণ ।