একান্ত আপন
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (পুলক)
কত যত্ন করে সারাজীবন ধরে
করলে পালন তোমার শরীরখানা ,
আজ কে দিলে সব সাঙ্গ করে -
আগুন হল তোমার আপন জনা ।
যাদের তরে জীবনব্যাপী কাজে
কষ্ট দিলে অনেক প্রাণীর বুকে ,
ইচ্ছে ছিল থাকবে ধরার মাঝে
আপন জনে থাকবে নিয়ে সুখে ।
এখন দেখ তোমার আপনজনা
খূঁজছে কোথায় রাখা গুপ্তধন ,
সম্পত্তির কে নেবে কোনখানা
তবু ওদের ভরছে না কো মন ।
অনেক আশা তোমার কাছে ছিল
যারা বিশেষ তোমার আপনজন,
শুধায় শুধু কে বা কি পেল
পেয়েও তবু সবার ক্ষুণ্ণ মন ।
তোমার শরীরখানা তোমার লোকের কাছে -
মরার পরেই বিষম বালাই হল ,
সদ’গতি এর করতে পারলে বাঁচে
তোমার সাথে সব বন্ধন ফুরোল ।
আগুন নিয়ে জন্মেছিলে ধরায়,
প্রানের আগুন পেয়েছিলে সাথে
সেই আগুনকেই বুঝলে পেটের ক্ষুধায়
আগুন নিয়ে জীবন, সবাই বেশ কাটায় আহ্লাদে ।
মায়ার আগুন লোভের আগুন সব
দ্বেষ হিংসার আগুন জ্বেলে মনে,
পুড়লে তুমি জীবন ভ’র খুব -
নিষ্কৃতি কই? ওর তাপ যে গনগনে ।
এত জ্বলেও হয়নি মন শান্ত ,
শুধু সারাজীবন আপন আপন করে -
চললে পথে যে পথ ছিল ভ্রান্ত ;
তাই আগুন ভালোবেসে বুঝি চড়লে চিতার ক্রোড়ে !