বিধি এমন দিলে মানব জনম্ -
জাগে নিত্য নতুন সাধ ,
মিটাতে তায় পণ করি প্রাণ ঘটাই পরমাদ ।
কি বা ভালো আমার তরে , মন্দ কি বা মোর
বুঝতে নারি , দোলাচলে কাটাই জীবন ভ'র ।
বিদ্রোহী মন একটু যদি এগোয় সাহস করি -
তরাস জাগে মনে পাছে ভাঙি নিয়ম সমাজেরি !
আশায় থাকি এই বুঝি বা ঘুচবে অবসাদ ,
দ্বন্দ্ব জাগায় মনে জাগে নিত্য নতুন সাধ ।
ভাবছি আমি বাড়াবো পা -
নিয়ম ভাঙার খেলায় ,
ফিরে দেখি পুলক হারায় আনন্দেরই মেলায় ।
কেমন করে অঙ্ক মেলাই তোমার অংক পেতে ?
কেমন করে বাঁধবো তোমায় কোন সে নিয়ম মতে ?
জগজ্জনে জানায় সবে তব কঠিন নিয়ম সব ,
আমি যে নাথ নিয়মহারা , জানিই না কো স্তব
কর্ম দিয়ে মেলাতে চাই তোমারি আহ্লাদ,
তবু দ্বন্দ্ব জাগে মনে এই বা করি অপরাধ।
আর না সহে এ দ্বন্দ নাথ ঘোচাও অপবাদ
দরশ দিয়ে পূরণ করো সন্তানেরি সাধ।।