দেবার্চনা
      বিশ্বজিৎ চট্টোপাধ্যায়(পুলক)
তরুশাখা কয় কিছু ফুল থাক আমার শরীর পরে
সর্বব্যাপী যে বিরাট আছে, তাহার পূজার তরে ।
তোমরা পুজিবে পাষাণ দেবতা ছোট্ট তাহার কায়া
তার তরে এতো ফুল কেন তোলা কেন এ মিছে মায়া ?
আমার দেবতা বিশ্ব ব্যাপিয়া যোগাবে কে তারে ফুল ,
কে বা গেঁথে দেবে পুষ্পমালিকা তুলে গোলাপ বকুল ?
দেখো চেয়ে আছে দেব আমা সবাপানে মনে রাখিয়াছে আশ -
বায়ুর দোলা দেয় পূজা অঞ্জলি তাই ফুল ফোটে বারোমাস ।
তোমরা আসিয়া নিঃশেষ কর যত ফুল মোর কায়
প্রতিদিন সেই বিরাট পুরুষ করুন নয়নে চায় !
যেন বলে কেন মানা নাহি কর আমারে তুচ্ছ করে -
ওরা তোলে ফুল যা আমি ফোটাই সে কোন অধিকার জোরে !
আচ্ছা ওরা সন্তান যদি কেন নেয় না খানিক রেখে
কিছু ত্যাগ কেন নাহি শেখে ওরা সামনে তোমায় দেখে ।
নিশ্চুপ লতা হয়ে রও কেন, যবে ওরা তোমায় নিরাভরণ করে -
চেয়ে দেখো ,ওরা স্বার্থপর !  রাখবে না কিছুই তোমার তরে ।