হিমবাহ গলে মিশিতেছে জলে বাড়িছে সাগর কায়া ,
মরুভুমির ঐ রক্তচক্ষু ফেলে মৃত্যুর ছায়া ।
জলে আর স্থলে দুদিকে দানব মানবে করিবে শেষ -
মুর্খ মানব কোন্দল করে , ভাবে এ ভাবে কাটিছে বেশ।
একে অন্যেরে দেখিয়ে চেঁচায় দায়ী তুমি এর লাগি ,
তোমরা গরীব নাই অধিকার আগে মৃত্যু নাও তো মাগি ।
অন্যেও ব'লে যা ছিল গরিমা তোমরা করিলে ম্লান
যে ক্ষতি করেছ কড়ায় গন্ডায় মিটাও তাহার দাম ।
হায় রে মানব ! কখন বুঝবি কম বেশি দোষী দোঁহে ,
অনেক দেরী হবে যদি না বুঝিস , এখনো থাকিস যদিরে মোহে ।
একে বলে গাছ কাটিতেছ তোমরা জঙ্গল কর সাফ ,
প্রানবায়ু বুঝি পায় না ধরনী তাই উঠিতেছে তার হাঁফ ।
আর জন বলে খুব তো মেশাও বিষ বায়ু আর জলে -
তোমরাই দায়ী এই যে আমরা মরিতেছি পলে পলে ।
অন্তর মাঝে ঐ শোনো ডাক বলে থাক্ নিজেদের দাবী দাওয়া
প্রকৃতির বিপরীতে চলা রেখে ধরণীরে করো দয়া।
বিশেষ : ঊন্নত ও উন্নয়নশীল দেশগুলি environmental pollution এর ব্যাপারে একে অন্যের ওপর দোষারোপ করে আসছে এই পরিপ্রেক্ষিতে কবিতাটি লেখার চেষ্টা ।