রোজ তুমি যখন আমার পাশ দিয়ে চলে যাও ,
তখন মনে হয় আমার হৃদয়টা পাঁজরার খাঁচা ভেঙে বেরিয়ে এসে -
লুটিয়ে পড়বে ঐ পথে ;
আর আমি মুখে হাসি রেখে সামলে যাই হৃদয়টাকে
হয়তো তুমি বোঝো না ,
কিম্বা বুঝেও না বোঝার ভান করে মজা নাও খেলাটার
আমি ঠিক বুঝতে পারি না তোমাকে আর আমার হৃদয়টাকে।
অনেক সুযোগ পেয়েছি মনের কথা তোমাকে বলার,
তৈরী হয়েছি , কিন্তু তোমায় দেখে -
হৃদয়টা এমন বেপোরোয়া হয়ে নাচতে শুরু করে
সব গুলিয়ে যায়, মুখ দিয়ে ভাষা ফোটে না :
বুঝতে পারি না কি করে তোমায় বলব মনের কথা , নানা কথার ফাঁকে।
রাশ এখন আমি ছেড়ে দিয়েছি তোমার ওপর -
বুঝবে সেদিন , যেদিন কাছ দিয়ে যাবার বেলায়
থেমে যাবে আমার হৃদয়ের স্পম্দন !
আর এ ভাবেই সারাটি জীবন মনে রাখবে আমার মৃত্যুটাকে ।।