বিষ্ময়      

      বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (পুলক)

প্রভাত বেলায় কিসের খেলায় মেতেছে এ সমীরণ
সুধার পরশে ঘোচে অবসাদ উল্লাসে ভরে মন ।
আজ সব যেন নূতন নূতন , ভুবন সেজেছে নূতন রূপে
কাল যারে দেখি আজ সে তো নেই কে যে রঙ দিল চুপেচুপে ।
কোন সে কবির ছন্দ বিলাসে, আজ জগৎ মনোহর
সমীরের রূপে কার এ স্পর্শ, কে মহান এ কবিবর !
স্নিগ্ধ সুধা অণুতে অণুতে জগতে আজ জোগায় কে অনুক্ষন
যোগের সিদ্ধি না কি এ এক ভোরের ক্ষণিক স্বপন ?
নূতন তপন স্নিগ্ধ মধুর তার হারিয়েছে বুঝি জ্বালা
কাল প্রাতে উঠে দেখেছিলেম তার গলায় অগ্নিমালা ।
কাতর চক্ষে তাকিয়ে ভয়ে মুদেছিলেম নয়ন
আজ তার মুখে স্নিগ্ধ হাসি এ কেমন মধুর ক্ষণ ?