কুলআঁটি কি জানো তোমরা , বলো তো কত রকম হয় ?
শোনো, এক রকম হয় কুলের ভেতর আরেক রকম ভরে রাধিকার পদদ্বয় ।
শীতকালে কুল ধরবে গাছে আঁটি হবে তার
সারা বছর কুলআঁটিতে রাধিকার চলা ভার ।
এই পা নিয়ে রাধিকা বলে করব বিশ্বজয়
পায়ে ভারত করব ভ্রমণ রেখে যাব কীর্তি অক্ষয় ।
শুনল সেদিন বেতারে সে কে একজন ছেলে
ভারত পুরো ঘুরল পায়ে কুষ্ঠ নির্মূলের ছলে ,
সেই শুনে তার জেদ চেপেছে দূর করতে রোগ
কুল আঁটিকে করবে বিদেয় ধরা হতে হোক যতই দূর্ভোগ ।
কাছে ছিল তার ভাইপো বলল, বুঝি খুড়ো -
যদি তুমি খালি পায়ে বেড়্যাবনে ঘুরো ।
চল দেখাবো বলে খুড়ো চলল বেড়্যাবনে
গুনতে ক'পা সঙ্গে ভাইপো চলল খুড়োর সনে ,
চলতে পথে গাঁয়ের ছেলে হয়ে গেল সাথ
সাধের কথা শুনে বলে খুড়ো কেয়া বাত !
হবে তুমি গাঁয়ের গর্ব এ কথা লিখে রেখো
শুনো ওহে ছোকরা লেখক তূমি সাক্ষী থেকো ,
বেড়্যাবনের এক প্রান্তে এসে জুতোজোড়া খুলে
এই পড়ে ঐ পড়ে খুড়ো চলছে হেলে দুলে ,
এক পা দু পা তিন পা চার পা পাঁচ পায়েতে গিয়ে
পায়ে না হেঁটে খুড়ো চলে হামাগুড়ি দিয়ে ,
নাতিরা সব বলে দাদু কেমন বিচার তব -
জবাব আসে কি কষ্ট পায়ে কেমনে তোদের ক'ব !
সেই দিনই তার ইচ্ছা মরে কীর্তি না হয় র'চা
বসে বসে খাচ্ছে ছোকরা লেখক কলম খোঁচা ।