আহ্বান
       বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (পুলক)

ঐ দুয়ারে দাঁড়িয়ে নতুন অতিথি চলো সবে বরি তারে -
যত গ্লানি দ্বেষ হিংসা আর মোহ পড়ে থাক এক ধারে ।
সবে মিলে আজ চলো হাত ধরে আগত শুভক্ষণ
দুয়ারে দাঁড়িয়ে দুই হাজার উনিশ হয়ে আছে উন্‌মন ;
দ্বন্দ্বে রয়েছে  মানবকুল কি ঘুচাতে পারবে  শৃঙ্খল
জাতি, দেশ, আর স্বার্থ সিদ্ধির তরেই এরা চঞ্চল ।
ভুলবে কি এরা আপন স্বার্থ, সাম্যে রবে কি স্থির,
না কি গত বছরের মতোই রবে স্বার্থ সিদ্ধিতে অস্থির ?
এসো সবে মিলি আজ করি পণ রাখব না আর দ্বন্দ্ব
ঘুচাব সকল মনের কালীমা থাকবে না কো মন্দ
নতুন সূর্য  সাক্ষী রেখে এসো করি আজ পণ
নতুন বর্ষে মানবতার ধর্মে  ভরুক প্রাণ মন ।