আয়রে টাকা আয়রে যাসনে ঘরের বাইরে ,
কোথায় ঘুরে বেড়াস দিনভর তোর পিছনে ধাইরে ।
কভু চিলতে হাসি হেসেই মারিস চোখ
কভু হাত ফসকে পালিয়ে গিয়ে বাড়াস মন শোক ,
কভু বুকের কাছে দেখি তোরে কভু দেখি নাই রে।।
এমন যে তোর লীলা বুঝতে পারি কই -
থাকলে তুই সাথে , সবে আমার সই ।
জানতে যদি পারে মানুষ সঙ্গে নেই তুই -
দুর দুর করে ঠেলে, ফেলে রাখে ঘরের বাইরে
সকাল সাঁঝে টাকায় সাধি বাঁচতে আমি তাইরে ।
কেউ অনেক সেধেও পায়না দেখা তোর ,
যেচেই আপন করিস কারে , কারও এমন বরাত জোর ।
কেউ খুঁজে ফেরে সারা জীবন করে হায় হায় রে।।