শুনল হেলু পুরষ্কার নোবেল তারে কয় ,
ভাবছে বসে- যা নেই তা কেমন করে হয় ?
বলছে নো-বেল আবার দেবেও ওটা, কেমন কথা বলে !
হয়তো বোকা বানায় লোকে পুরষ্কারের ছলে ।
ভাবছে বসে রাজ্যে আমার পুরষ্কারের শুরু -
করব এবার "বেল" নামে ,আশীষ দেবেন গুরু ।
নোবেল পেয়ে বড়ই খুশী বিজ্ঞানের লোক
সাহিত্যিক, অর্থনীতি কি চিকিৎসাই হোক ।
কিছু না হোলে শান্তিতে সব পাচ্ছে নো-বেল
বোঝে না কিছু বনছে বোকা কেমন তরো খেল ।।
এমন সময় মন্ত্রী গুপী পৌঁছে চুপিচুপি
দেখছে রাজা মন্ত্রীশিরে পাচ্ছে শোভা টুপি ।
শুধায় রাজা কোথায় পেলে এমন শিরস্ত্রান ?
দুর থেকে দেখায় তোমায় মস্ত হনুমান।
জবাব পেল দুরদেশেতে তৈরী টুপিখানা ,
এটা আনি তোমার লাগি, দাম মাত্র দুটিআনা।
পরলে পরে মাথা ঢাকা যাচ্ছে চতুর্পাশ ।
নাকটি কেমন খোলা থাকে আটকে না নিঃশ্বাস ।।
বুদ্ধি বল কেমন তাহার বানায় এটা যে ,
শীতের সময় বল এটা কেমন লাগে কাজে ।
দরকারেতে শুয়ে পড়ো এই টুপিটা পরে
মাথার থেকে এমন ঢাকা যায় না কভু সরে।
লেপ যদিবা মুড়ি দিয়ে ঢাকো তোমার মাথে -
জানো কি কখন যাবে সরে, হয়তো বা ভোররাতে !
ঠান্ডা লেগে গলা ধরে কষ্ট পাবে বেশ -
এটা মাথায় দিলে না থাকে ভয়ের লেশ ।
গায়ের চাদর গেলেও সরে মাথায় থাকে টুপি
ফালতু কথা বলে না তোমার মন্ত্রী গুপী।
আমার কথায় যদি বা না ভরসা জাগে তব -
আজকে পরে দেখো , কালকে প্রাতেই কথা ক'ব ।
এই বলে সেই টুপিখানা হেলুর হাতে দিয়ে ,
ফিরল গুপী আপন ঘরে রাজার আশীষ নিয়ে।
ভাবছে বসে গুপীনাথ দিলাম ভালোই চা'র ,
দেখি রাজা টোপ গিলেন নাকি পথ খোঁজেন পালাবার।
এ টোপ যদি গিলেন রাজা, হিল্লে হবে শালাটার।
রুখতে কেউ পারবে না শালা পাবেই পুরষ্কার ।।
এ দিকেতে সন্ধ্যেবেলা হেলুর মাথায় টুপি ,
আয়নায় আপন মুখখানা দেখছে চুপিচুপি ।
মাথায় বেশ আরাম লাগে জাড় লাগে না মাথে ।
টুপি পরেই পড়ল শুয়ে হেলু সেদিন রাতে ।।
ভোরবেলাতে লেপ সরেছে ঠান্ডা লাগে গায় ,
টুপি কিন্তু স্ব্স্থানেতে ঠিক আছে মাথায় ।
সকালবেলা উঠেই হেলু ভৃতদেরে ক্য় -
আসতে বল গুপীনাথে আর দেরী না সয় ।
জেগেই ছিল গুপীনাথ হুকুম তামিল করে
রাজপ্রাসাদে প্রবেশ করে, রাজার চরণ ধরে।
বলল হেলু গুপীনাথ আরাম পেলাম বেশ ,
টুপিখানায় বানায় যে জন তারেই কর পেশ ।
আজকে রাজসভা হতে দাও ঘোষণা করে -
ভূষিত করা হবে ওরে বেল পুরষ্কারে ।
টুপিটা বেশ পরলে আরাম কিন্তু দেখায় বাজে
বাঁদর টুপি আরামদায়ক শীতেই লাগে কাজে ।
ভাবছে গুপী শালাবাবুর হিল্লে হল শেষে ,
বেল ভূষিত হয়ে না হয় ফিরুক আপন দেশে ।
বিকেল বেলা গুপীনাথ শালায় নিয়ে সাথে
বেল পুরষ্কার পেল মহারাজের হাতে।
সভার মাঝে সকল লোকে করল কানাকানি -
গুপীর ছাড়া এমন শালা হয় না কারো জানি ।
হেলুরাজার রাজত্বেতে বাঁদর টুপির চল
প্রমাণ যদি চাও তবে হেলপুরাণ সম্বল ।
হেলপুরাণের পাতায় পাতায় হেলুরাজের গাথা ।
কর হেলুর নামে জয়ধ্বনি আর নোওয়াও মাথা।।