ঊনিশে
জন্মে শশু যে ভাষায় ডাকে তার মাকে
।সর্বত্র্র সে ই তার মাতৃভাষা হ’য়ে থাকে ।।।
সেই ভাষাতেই ফোটে যে প্রাণের গোলাপ ,
প্রাণে প্রাণে হয় তাতে নিবিড় আলাপ ।
সে ভাষার পরে তাই হলেই কোন জুলুম
এপারে ওপারে তাতে ভাঙে জনতার ঘুম ।
এভাবেই একষট্টি যখন পালে সধে রবীন্দ্রজন্মশতক
তখনই আসাম সরকার করে এক তিক্ত আইনজারি , বলে আসামে অসমিয়া ই হ”ল ভাষা সরকারী ;
আসামে অসমিয়াই হল ভাষা সরকারী ।
একষ্ট্টির এদিনে তাই মিছিলে ভরে শিলচর ,
শঙ্খে শঙ্খে প্রতিবাদবাণী পৌঁছায় ঘর ঘর ,
পতাকা হাতে প্রতিবাদীসব করলে অবস্থান;
পুলিশের নির্মম গুলি নেয় এগারটি তাজা প্রাণ ;
মধ্যাহ্নেই নামে সেথা রাতের অন্ধকার
এক চোখে অগ্নি অন্য চোখে অশ্র্র্রু সবার ।।
প্রাণ দেয় তরণী ,শচীন ,চন্ডী ,সুকোমল ,কুমুদ ,কানাই ,
সত্যেন ,বীরেণ ,হীতেশ ,সুনীল ,কমলারা হায় ।
ওখানেই নেয় ওরা রক্তেভেজা মাটির সুঘ্রাণ ,
------------------------------------------------------------ ড তাতেই বদল হয় একপেশে রাজভাষা –ফরমান ।