প্রথম আষাঢ়ে যেমন দেখেছি ,তেমনটি দেখলাম না কোনদিন
                  রাজার দুলালীর মত সেদিন ছিলে বড় উদাসীন
                  সমুদ্রের তট বেয়ে কুড়িয়ে বেড়াছিল কী যেন কী ,আমরা বুঝিনী,
                   তারপর যখন থলিটা হল ভারী বইতে পারলেনা আর  
                       তখনই আকাশ জুড়ে নেমে এলো ঘোর অন্ধকার
                    আর বোঝনি সেই ফাঁকে থলিটা হয়েছে ফুটো
                    গ’লে পড়েছে কষ্টে কুড়ানো সোনার টুকরো দুটো;
                     দেখলে তাই কুড়াতে ছুটেছে  পৃথিবীর  দুটো কাঙাল ছেলে
                    একটাকে বলি চাষী আর একটাতো হোল জেলে ৷
                    তখন জানিনা তুমি কী আনন্দই না পেলে
                    তোমার থলিটা উজার ক’রে দিলে ঢেলে ৷
                     বর্ষাজুড়ে ওমনিই থাক ,সেদিন যেমন ছিলে ৷
……………………………………………………………………………