’তে একআকাশের বুক হ এক ক’রে
তারাগুলো রোজ দেখি যায় ঝ’রে ,
ওদের একটাও যদি পেতাম হাতে
নূতন জীবন হোত শতাব্দী প্র্র্রভাতে ৷৷
কিন্তু সেতো বুঝি হবার নয় আর
তাই শেষ হল আজ আদর্শের ভান্ডার  ।।
জীবন্ত আদর্শ নাই আজ আর কাছে ;
অসত্য্ও হিংসায় জীবন ভ’রে আছে ৷৷
তবু সত্য ধ্রুব হ’য়ে আকাশেতে ভাসে
স্বেচ্ছায় দাঁড়ায় পথহারা মানুষের পাশে  ।।।
এভাবে এসেছে বুদ্ধ ও চৈতন্যের প্র্রভাব
বিশ্বে দিয়েছে অনন্য আধাত্মিক বৈভব ।।
তাঁদের অনুসরণে কাল গান্ধী ধরেন ঐ পথ
সন্ত্র্র্রাস রুখতে নিতে হবে সে পথেই শপথ ।।
সত্যের আলোকে তবে ফের জগৎ ভাসবে
সন্ত্র্রাসমুক্ত হ’য়ে তবে পৃথিবীটা ফের হাসবে ।।।

,