/সত্য্ আছে
আকাশের বুক হ’তে এক এক ক’রে
তারাগুলো রোজ রোজ যায় শুধু ঝ’রে ,
ওদের একটাওযদি পেতাম জেনো হাতে
তবে নূতন জীবন হোত শতাব্দী প্র্ভাতে   ।
কিন্তু তা বুঝি হবার নয় ভারতে আবার
তাই আজ শেষ আমাদের আদর্শ ভান্ডার  ।।
জীবন্ত আদর্শ আজ আর নাই দেখি কাছে
অসত্য  ও হিংসায় আজ পৃথিবী ভরে আছে  ।
তবু সত্য্ তারারূপে স্থির হ’য়ে আকাশে ভাসে
স্বেচ্ছায় আসে সব পথহারা মানষের পাশে ।।
এভাবেই এসেছে বুদ্ধ ও
হাসচৈতন্য্র  প্র্র্ভাব
দূর ক’রে  দিলেন প্রাচীন  ব্র্হ্মজ্ঞানের অভাব ।।
গান্ধীজী ধরেন তাঁদের দেখান সে সত্যের পথ ,
আমরাও যদি নিই সেইপথে চলার শপথ ;
তবে নিশ্চয় নব চেতনায় পৃথিবী ভাসবে
আর সন্ত্র্রাসহীন জগৎ আনন্দে হাসবে ।।।

ৢৢৢৢৢৢৢৢৢৢৢৢৢ